Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে ঈদুল ফিতর পর্যন্ত

অনলাইন ডেস্ক :

 

নতুন করে করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সে দিন শবেবরাতের ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। সে জন্য ছুটি আরো পিছিয়ে দেওয়া হতে পারে।

 

বুধবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, করোনার সংক্রমণ শুরুর পর থেকে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এখনও আমরা শিক্ষার্থীদের সুরক্ষাকেই অগ্রাধিকার দেব। এখন যেহেতু করোনার সংক্রমণ বেড়েছে, তাই দুই-এক দিনের মধ্যেই স্কুল-কলেজ খোলার ব্যাপারে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।

Exit mobile version