করোনা সংক্রমণ বাড়ায় বিএনপির সব কর্মসূচি স্থগিত

অনলাইন ডেস্ক :

 

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

 

বুধবার বিকাল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আমরা আমাদের ঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছি। ৩০ মার্চের পরে পুনরায় এসব কর্মসূচির বিষয়ে জানানো হবে।

 

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুস সালাম ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

 

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারেরও উচিত এই মুহূর্তে সব কর্মসূচি স্থগিত করা। আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের মাস্ক পরতে অনুরোধ করবো। একই সাথে দূরত্ব বজায় রাখতে বলবো ও সভা সমাবেশ না করার পরামর্শ দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *