শার্শায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এবি এস রনি, যশোর প্রতিনিধি :
যশোরের শার্শার কাশিপুরে মহান মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক বাংলাদেশের সুর্য সন্তান শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এর সমাধীস্থলে পালিত হয়েছে হাজারো মানুষের বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ৫০তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।স্বাধীনতা ও জাতীয় দিবসে সমাধীস্থলে রাত ১২ টা ১মিনিটে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
ভোর থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ৪৯বিজিবি ব্যাটালিয়ন,নূর মোহাম্মদ শেখের পরিবার,মুক্তিযোদ্ধা কমান্ড,শার্শা থানা পুলিশ, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড, ডিহি ইউনিয়ন পরিষদ, ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরী, পাকশিয়া আইডিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ অধ্যক্ষ প্রফেসর আমিনুল হক, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মেজর নজরুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, যশোর জেলা সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আছিফ উদ দৌলা সরদার অলোক,সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রফেসর আমিরুল হক খাঁন, বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য গোলাম মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজ্জাফর হোসেন, টেপুটি কমান্ডার নাসির উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান, নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীম রেজা বাপ্পি, কাশিপুর বিজিবি ক্যাম্পের সুবেদার মাহবুব, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক আব্দুল জলিল,ডিহি ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ,বাংলাদেশ কেমিস্ট এণ্ড ড্রাগিষ্ট সমিতির উওর শার্শার সভাপতি ডাঃআনিছুর রহমান, নিজামপুর ইউপি ছাএলীগ সভাপতি সুমন আহমেদ,ডিহি ছাত্রলীগ সভাপতি আয়ুব খাঁন প্রমুখ।
এ সময় মাজার প্রাঙ্গণ মানুষের উপস্থিতিতে মিলন মেলার পরিনত হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা ও বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শাহজাহান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *