Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এবার ফেসবুকের কড়া পদক্ষেপ

অনলাইন ডেস্ক :

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত ভুয়া অ্যাকাউন্ট গ্রাহকের সংখ্যা বাড়ছে, অনেকেই নিজের পরিচয় গোপন করে অন্য নামে অন্য কারো ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে অসাধু কাজকর্ম চালায়। তেমনি অনেকেই এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন ভুয়া খবর ছড়ানোর মাধ্যম হিসাবে।

 

এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইতোমধ্যে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ১৩০ কোটি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে। এই প্লাটফর্মে ভুল তথ্য ও খবর যাতে আর না আসতে পারে কিংবা এসেও কোনোভাবে যাতে ভাইরাল না হয় তা আটকাতে ৩৫ হাজারের বেশি মানুষ একসঙ্গে কাজ করছে।

 

বর্তমানে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে তা হল করোনাভাইরাস ও ব্যাকটেরিয়া। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের দ্বারা বলা হয়েছে, এমন করোনা ও টিকাকরনের ১ কোটি ২০ লাখের বেশি অ্যাকাউন্ট তারা ইতোমধ্যেই সরিয়ে ফেলতে সক্ষম হয়েছেন। এই ধরনের অ্যাকাউন্টগুলি যাতে ভুল খবর না ছড়াতে পারে সেদিকেও কড়া দৃষ্টি রাখছে ফেসবুক কর্তৃপক্ষ।

Exit mobile version