

সজীব কুমার নন্দী : কুষ্টিয়ায় ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরস্থ শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির প্রাঙ্গন থেকে রথযাত্রা উৎসব শুরু করা হয়। শতশত ভক্তবৃন্দের উপস্থিতিতে রথটি টেনে বড় বাজার সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে নেয়া হয়।
রথযাত্রা উৎসবে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী। শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির কমিটির সভাপতি (পি.পি) এ্যাডঃ অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর সহ-ধর্মিনী শুক্লা গোস্বামী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নরেন্দ্রনাথ সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ রমেশ চন্দ্র দত্ত, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদক এ্যাডঃ শীলা বসু (এজিপি), সহ বিচারকমন্ডলী, পূজা উদ্যাপন পরিষদ ও মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।