Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

তাপপ্রবাহ বইছে, সপ্তাহ শেষে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক :

 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষের দিকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে প্রশমিত হয়ে আসতে পারে অব্যাহত তীব্র তাপপ্রবাহ।

 

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসের নিয়মিত বুলেটিনে এমনটাই জানানো হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Exit mobile version