Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত, মোট সনাক্ত ৪,০৫১ জন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ২৫ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,০৫১ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ২৮ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২১৩টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১০৪টি, মেহেরপুর জেলার ০৮টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১০১টি) মধ্যে কুষ্টিয়া জেলার ২৫টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১টি (বিদেশ গমন ইচ্ছুক উক্ত ব্যক্তির বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলায়) স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় ২৫জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৬ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার এবং ০৭ জন কুমারখালী উপজেলার।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ব্যাক্তিদের ঠিকানাঃ   সদর উপজেলা (১৬ জন)
১) ০৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) হাউজিং ই ব্লক, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
৩) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
০৪) ফুলতলা, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
০৫) ভবানীপুর, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
০৬) জুগিয়া, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
০৭) থানাপাড়া, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
০৮) কুষ্টিয়া মেডিকেল কলেজ।
০৯) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
১০) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
১১) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
১২) পিটিআই রোড, কুষ্টিয়া সদর উপজেলা, কুষ্টিয়া।
 কুমারখালী উপজেলা (০৭ জন)
১) দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া।
২) এলঙ্গি, কুমারখালী, কুষ্টিয়া।
৩) মিরপুর, কুমারখালী, কুষ্টিয়া।
৪) দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া।
৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমারখালী, কুষ্টিয়া।
৬) দোলনগর, কুশনীবাসা, কুমারখালী, কুষ্টিয়া।
০৭) দোলনগর, কুশনীবাসা, কুমারখালী, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলা (০২ জন)
১) দৌলতখালী, দৌলতপুর, কুষ্টিয়া।
২) বাগুয়ান, দৌলতপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,০৫১জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮৪২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯১জন।
Exit mobile version