চুয়াডাঙ্গা প্রতিনিধি :
য়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগি গ্রামে ট্রাকের ধাক্কায় ‘আলমসাধু’ (ইঞ্জিনচালিত তিনচাকার ভ্যান)-তে থাকা পিতা-পুত্র নিহত হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডুগডুগি গ্রামের আলমসাধুচালক আহসানুল হক (৩৮) ও তার ছেলে আজম আলী (১০)।
দামুড়হুদা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, সকালে আহসানুল তার আলমসাধু গাড়িতে তার ছেলেকে নিয়ে দর্শনার দিকে যাচ্ছিল। পথে দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় পুত্র আজম আলী। পরে দামুড়হুদা চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা আহসানুলের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তার খোঁজ নেওয়া হচ্ছে।