

অনলাইন ডেস্ক :
৪৩তম বিসিএসের আবেদনের সময় আরও তিন মাস বাড়ানো হয়েছে। পাশাপাশি পরীক্ষার চূড়ান্ত তারিখও পেছানো হয়েছে চাকরিপ্রার্থীদের দাবির মুখে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে সরকারি কর্ম কমিশন জানায়, আবেদন জমা দেওয়ার সময় ৩১ মার্চের পরিবর্তে আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হলো।
করোনায় ক্লাস-পরীক্ষা না হওয়ায় চাকরিপ্রার্থীদের আবেদন ও এরআগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে আবেদনের তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা থাকলেও এখন তা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানায় পিএসসি।