Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিদেশ থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিন

অনলাইন ডেস্ক :

 

মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এ ১৮ দফা নির্দেশনা সারা দেশে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা দুই সপ্তাহ বলবৎ থাকবে। নির্দেশনায় বিদেশ থেকে যে কেউ ফিরলেই তাকে ১৮ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

 

সোমবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

 

করোনা সংক্রমণ বাড়লে এর আগে কয়েক দফায় বিভিন্ন মেয়াদে বিদেশফেরতদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল সরকার। কখনো ১৪ দিন, কখনো ১০ দিন, কখনো ৭ দিন আবার কখনো ৮ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে নির্দেশনা ছিল।

 

করোনা সংক্রমণের প্রথম দিকের মতো আবার ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছে সরকার।

Exit mobile version