Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যেসব জেলা করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বেশি ঝুঁকিতে

অনলাইন ডেস্ক :

 

করোনাভাইরাসের সংক্রমণ দেশে দ্রুত হারে বাড়ছে এবং এই মুহূর্তে অন্তত ২৯টি জেলা করোনার উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

এসব জেলার মধ্যে রয়েছে-ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী, চাঁদপুর, নীলফামারী, সিলেট, টাঙ্গাইল, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, মাদারীপুর, নওগাঁ, রাজশাহী ইত্যাদি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

 

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা প্রতি সপ্তাহে বিশ্লেষণ করি যে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা কোনগুলি। আমরা ১৩ তারিখে বিশ্লেষণ করে ৬টি জেলা পেয়েছিলাম। ২০ তারিখে বিশ্লেষণ করে ২০টি জেলা পেয়েছিলাম। ২৪ তারিখে দেখেছি ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ। তারমানে সংক্রমণ আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৯৪৯ জনের। এছাড়াও দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। নতুন ৫১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার সর্বোচ্চ ১৮.৩৮ শতাংশ। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯৫ জনে।

 

এর আগে গত বছরের ২ জুলাই দেশে করোনা শনাক্ত হয়েছিল ৪ হাজার ১৯ জনের শরীরে।

Exit mobile version