Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর মাদক মামলায় তিন পরিবহণ শ্রমিকের যাবজ্জীবন কারাদন্ড ও জরিমানার আদেশ আদালতের

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া মডেল থানার একটি মাদক (১কেজি হিরোইন) মামলায় তিন পরিবহণ শ্রমিকের যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকের ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ দত্তপাড়া গ্রামের হামিদ আলী মন্ডলের পূত্র বাস চালক ঠান্ডু মন্ডল(৪০), খেজুরতলা ওয়াবদা মোড় গ্রামের আজিজুর রহমানের পূত্র বাস হেলপার মো: সাগর (৩৫) এবং মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত: পটল ওরফে নবিন প্রমানিকের পূত্র বাস সুপারভাইজার সোহেল রাবা (৩২)।

আদালত সূত্রে জানায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর, সকাল ১১টায় র‌্যাব-১২, সিপিস-১ কুষ্টিপয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহি বাস ‘বিবিএস এক্সক্লুসিভ মাহদী’ নং কুষ্টিয়া-জ-১১-০০১১ থেকে কুষ্টিয়া কেন্দীয় বাস টার্মিনালে ৫০০গ্রাম ওজনের দুইটি প্যাকেটে মোট ১কেজি হিরোইন হস্তান্তরের সময় ওই যাত্রীবাহি বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারসহ তিন জনকে আটক ও হিরোইন উদ্ধার করেন। পরে আটকৃত তিনি বাস শ্রমিকের বিরুদ্ধে বিরুদ্ধে র‌্যাবের ডিএডি আব্দুর রশিদ বাদি হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ:বি: ১৯(১),১(খ) ধারায় মামলা দায়ের পূর্বক কুষ্টিয়া মডেল থানায় সৌপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া জজ কোর্টের সকরারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানায় দায়েরকৃত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১),১(খ) ধারার চাঞ্চল্যকর এই মামলাটি আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী করে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় ঘোষনা করেন।

মামলটির বিবাদী পক্ষের কৌশুলী এ্যাড. সুব্রত কুমার বলেন, বিজ্ঞ আদালত মামলাটির রাষ্ট্র পক্ষ্যে স্বাক্ষ্য শুনানী শেষে যে রায় দিয়েছেন সেখানে আসামীদের ন্যায় বিচার প্রার্থনার দৃশ্যত: সুযোগ রয়েছে। মহামান্য উচ্চ আদালতে সেসব বিষয়গুলি তুলে ধরে আপিল করব এবং ন্যায় বিচার পাব।

উল্লেখ্য ঘটনার সময় র‌্যাব হিরোইনের প্রকৃত মালিককে না ধরে বহনের দায়ে ওই যাত্রিবাহী বাসসহ পরিবহণ শ্রমিকদের আটকের ঘটনার প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালনে নামলে পরে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের আশ^াসের ভিত্তিতে মালিক শ্রমিক আহুত পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছিলো ।

Exit mobile version