Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারত করোনায় বিপর্যস্ত, মহারাষ্ট্রে রাত্রিকালীন কারফিউ

অনলাইন ডেস্ক :

 

করোনারভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড ভারত। আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটি। করোনার বিস্তাররোধে ভারতের মহারাষ্ট্রে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। সন্ধ্যা ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্যকর থাকবে এই কড়াকড়ি।

 

এ সময়সীমার মধ্যে জনসম্মুখে পাঁচজনের বেশি মানুষ সমবেত হতে পারবেন না। পার্ক, সমুদ্রতটে যাওয়ার ব্যাপারে রয়েছে নিষেধাজ্ঞা। নীতিমালা লঙ্ঘন করলে অর্থদণ্ড ভোগ করতে হবে।

মহারাষ্ট্র প্রশাসন জানিয়েছে, বস্তি এলাকাগুলো নয় বরং আবাসিক লোকালয়ে এবার সংক্রমণের হার বেশি।

Exit mobile version