Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৩৯ প্রার্থী প্রথমবার অনলাইনে মনোনয়ন জমা দিলেন

ন্যাশনাল ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মত অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়ার ব্যবস্থা থাকলেও আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মাত্র ৩৯ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।সারা দেশের রির্টানিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বুধবার বিকাল ৫টা পর্যন্ত ।জানা যায়, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রথমে ফরম পূরণ করেন। এরপর ডাউনলোড করে স্বাক্ষর করে পিডিএফ আকারে আপলোড করে সাবমিট করবেন। এক্ষেত্রে মোবাইলে মেসেজ বা ই-মেইল ঠিকানায় রিসিভ কপি পাঠানো হয়।মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। আর ভোট ৩০ ডিসেম্বর।

Exit mobile version