Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভেড়ামারায় বর্জ্য ফেলার দায়ে হোটেলের মালিক ও ভ্যান চালক কে জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া)  প্রতিনিধি :

 

ভেড়ামারা গোলাপনগর রাইটা সড়কের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও মুরগির বর্জ্য ফেলার অপরাধে ভেড়ামারা উপজেলার শাপলা চত্বরের স্বপন হোটেলের মালিক লুৎফর রহমান কে ১০,০০০ ও ভ্যান চালক বাবু কে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্যান চালকের জরিমানা হোটেল মালিকের নিকট হতে আদায় করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে রাতের আধারে গোপনে স্বপন হোটেলের মালিক ভ্যানে করে মুরগির বর্জ্য সহ অন্যান্য বর্জ্য সামগ্রী ভেড়ামারা গোলাপনগর সড়কে ফেলে রেখে যায়। এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫০-৬০ হাজার মানুষ যাতায়াত করে। এসব বর্জ্য সামগ্রী থেকে পচা দুর্গন্ধ বের হয়। এ কারনে যাত্রীদের যাতায়াত যেমন অসুবিধা হয়, তেমনি বায়ূদূষনও সৃষ্টি হয়। গতকাল রাতে ২নং মোকারিমপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের রঞ্জু মেম্বার সহ এলাকাবাসী পচা বর্জ্য রাস্তায় ফেলানোর সময় হাতেনাতে আটক করে ভ্যান চালককে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগেরর মাধ্যমে ছড়িয়ে পরলে প্রশাসনের দৃষ্টি পরে এবং আজ আভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব সোহেল মারুফ সাহেব। উপজেলা নির্বাহি অফিসার জানান পরিবেশ দূষণ রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version