Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বগুড়ার শিবগঞ্জে মাকে হত্যার দায়ে দুই ছেলে ও পুত্রবধূদের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি :

 

বগুড়ার শিবগঞ্জে মা জহুরা বেগমকে হত্যার দায়ে দুই ছেলে ও দুই পুত্রবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) বিচারক বেগম ইসরাত জাহান এ রায় প্রদান করেন। রায়ে দণ্ড প্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তালিবপুর (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা জহুরার তিন ছেলে। তিন ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিনকে ৪০ শতক জমি লিখে দেন। জমি লিখে দেওয়ার ঘটনায় অপর দুই ভাই জহির উদ্দিন (৪৫) তার স্ত্রী রেহানা বিবি (৪০), ইয়াছিন আলী (৪২) ও তার স্ত্রী রহিমা বিবি (৩৫) ক্ষিপ্ত হন। এরপর গত ২০০৮ সালের ৭ জুলাই জহুরা বিবিকে হত্যার পর বাড়ির পাশের একটি পতিত জমিতে লাশ ফেলে রেখে যায়। ওই দিন সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে প্রেরণ করে।

 

মাকে হত্যার দায়ে ছোট ছেলে জসিম বাদী হয়ে তার আপন দুই বড় ভাই ও দুই ভাবিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করে ২০০৮ সালের ১৯ অক্টোবর আদালতে চাজর্শিট দাখিল করেন তৎকালিন শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা। মামলায় দুই ভাই ও তাদের দুই বউকে অভিযুক্ত করা হয়। পরে মামলার রায়ে দুই ভাই ও তাদের দুই ছেলে বউয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক। এ ছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে বিনাশ্রম আরো ছয় মাসের সাজা প্রদান করেন।

Exit mobile version