শার্শায় ১৫ দিন ব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষনের শুভ উদ্বোধন

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
মুজিববর্ষের আহবান,যুব কর্মসংস্থান এই শ্লোগানকে সামনে রেখে বেকার যুবদের আত্মকর্মসংস্থানের জন্য ১৫ দিনের মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষনের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্প্রতিবার সকাল ১১টায় শার্শা উপজেলা কলেজ শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির আয়োজনে  উপজেলা পরিচালন ও উন্নয়ণ প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় ২০ জন শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে এ প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আরব আলী,আহসান কবির-সহকারী প্রোগ্রামার-আইসিটি অধিদপ্তর শার্শা,সুরেশ চন্দ্র মন্ডল ইউডিএফ শার্শা ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক।সার্ভিসিং বিষয়ক প্রশিক্ষক হিসেবে আছেন,মোস্তাফিজুর রহমান বাবু ও জাকির হোসেন মিঠু।প্রশিক্ষনটি ০১-০৪-২০২১ তারিখ হতে শুরু হয়ে চলবে ১৯-০৪-২০২১ তারিখ পযর্ন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *