চুয়াডাঙ্গায় অপহরণের ১০ ঘন্টা পর শিশু উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাজী আব্দুল আজিজ ওরফে ফারহান (৪) নামে এক শিশুকে অপহরণের ১০ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোররাতে শহরের আনন্দধাম এলাকার কথিত এক কবিরাজের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় অপহৃত শিশুর চাচা কাজী সুমনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। অপহৃত ফারহান আলমডাঙ্গা কলেজপাড়ার বাসিন্দা দন্তচিকিৎসক কাজী সজীবের একমাত্র ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, বুধবার (৩১ মার্চ) বিকাল ৫টার দিকে বাড়ির প্রধান ফটকে খেলা করার সময় অপহৃত হয় শিশু ফারহান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটির পিতা কাজী সজীবের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন দেয় অপহরণকারীরা।

 

তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে জানানোর পরই অভিযানে নামে আলমডাঙ্গা থানা পুলিশ। রাতভর অভিযান শেষে ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *