কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ৩৫ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,১৩৪ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ০২ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮১টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৭২টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩টি, ঝিনাইদহ জেলার ২২টি, মেহেরপুর জেলার ১৬টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৮টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৫টি, ঝিনাইদহ জেলার ১০টি, চুয়াডাঙ্গা জেলার ১৪টি, মেহেরপুর জেলার ০৫টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ১১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,১৩৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৮৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২ জন।