
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় একজন গাঁজা ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১২ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
র্যাব-১২ মিডিয়া অফিসার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, মাদক বিরোধী অভিযানের উদ্দেশ্যে ঢাকা-বগুড়া মহাসড়কের গোলকপুর তাহমিদ ডায়নামা মটরসের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযানকালে একটি পণ্যবাহী ট্রাকে (যার নং ঢাকা মেট্টো-ট-১৬-৮৩) তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে গাঁজা ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী থানার মৃত আনছার মিয়ার ছেলে রফিকুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গায় থানায় মামলা দায়ের করা হয়েছে।