কাঁচা বাজার বসবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

অনলাইন ডেস্ক :

 

করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উম্মুক্ত স্থানে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয় করা যাবে। তাছাড়া, স্বাস্থ্যবিধি মেনে হোটেল রেস্তোরাঁ খোলা রাখার সুযোগ থাকলেও কোনোভাবে বসে খাবার খাওয়া যাবে না।

 

রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এসময়ে শিল্প কারখানা চালু থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সরকারি-বেসরকারি অফিস চলবে। তবে জরুরি সেবা চালু থাকবে।

 

করোনার এ সময়ে স্বাস্থ্যবিধি মানতে মোট ১১টি নির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *