কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় কালবৈশাখী ঝড়ের সময় ঢেউ টিনে কেটে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষাডোরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের সাদ মণ্ডলের ছেলে।
জানা গেছে, রবিউল ইসলাম ভ্যানে করে পেঁয়াজ নিয়ে তার গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মহিষাডোরা এলাকায় ঝড়ের কবলে পড়েন তিনি। এ সময় রাস্তার পাশের একটি দোকানের ঢেউটিন উড়ে এসে তার গলায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।