Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফ্রান্স তৃতীয় বারের মত জাতীয় লকডাউনে

অনলাইন ডেস্ক :

 

তৃতীয়বারের মতো জাতীয় লকডাউন ঘোষণা করা হয়েছে ফ্রান্সে। আগামী চার সপ্তাহ দেশটিতে সব স্কুল ও অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। দেশটিতে ক্রমবর্ধমান করোনা রোগীর সংখ্যা সামাল দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার এ খবর জানানো হয়েছে।

 

গত শুক্রবার ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের আইসিইউতে গুরুতর অসুস্থ করোনার রোগীর সংখ্যা একসঙ্গে ১৪৫ জন বেড়েছে। গত পাঁচ মাসে একদিনে এত গুরুতর রোগী বাড়েনি। এমতাবস্থায় হাসপাতালগুলোতে শয্যার সংখ্যা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

 

ফ্রান্সে এ মুহূর্তে প্রায় পাঁচ হাজার করোনা রোগী আইসিউতে ভর্তি আছেন। এছাড়া, গত শুক্রবার নতুন শনাক্ত হয়েছেন ৪৬ হাজার ৬৭৭ জন এবং প্রাণ হারিয়েছেন ৩০৪ জন।

 

শনিবারে লকডাউনের বিধিনিষেধ এলেও আগামী মঙ্গলবার থেকে কোনো অকাট্য কারণছাড়া দেশটির নাগরিকরা নিজ বাড়ি থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে যেতে পারবেন না।

সূত্র: বিবিসি।

Exit mobile version