করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক :

 

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নরসিংদীতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃতু্য হওয়া এই কর্মকর্তার নাম মো. আসাদুজ্জামান (৫৬)। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার বাসিন্দা। গত এক বছর ধরে নরসিংদী পুলিশলাইন্সে সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

 

রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ায় গত ২০ মার্চ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসাদুজ্জামান। সেখানে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *