অর্ধদিবস হরতাল আজ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম জোটের

ন্যাশনাল ডেস্ক : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রোববার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে গতকাল শনিবার রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেন জোটের নেতা–কর্মীরা।

পদযাত্রা শুরুর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহনব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে।

বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও বাড়বে।

সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব থেকে সদরঘাট পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।

আজ সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *