Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভ্যাকসিন নিলে ‘স্বর্ণালঙ্কার ও ব্লেন্ডার’ পাওয়া যাবে

অনলাইন ডেস্ক :

 

হু হু করে করোনার সংক্রমণ বাড়ছে ভারতে। এরপরও সচেতনতার কোনো বালাই নেই, এমনকী অনেকে ভ্যাকসিন নিতেও আগ্রহী নন। এই অবস্থায় সাধারণ মানুষ যাতে টিকা নিতে আসেন, সেজন্য গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়ের লোকেরা এক অভিনব উদ্যোগ নিয়েছে।

 

জানা গেছে, রাজ্যের রাজকোটে খোলা হয়েছে করোনার টিকাদান কেন্দ্র। সেখানে যারাই টিকা নিতে আসছেন, তাদের প্রত্যেককে কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছে। নারীদের দেওয়া হচ্ছে সোনার নাকছাবি। আর পুরুষদের দেওয়া হচ্ছে ব্লেন্ডার। স্থানীয় মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বেড়েছে এই উদ্যোগের ফলে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।

Exit mobile version