সরকারি আইপি কলিং অ্যাপ ‘আলাপ’ চালু হল

অনলাইন ডেস্ক :

 

চালু হয়েছে সরকারি আইপি কলিং অ্যাপ ‘আলাপ’। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার এই অ্যাপের উদ্বোধন করেন। প্লেস্টোর ও অ্যাপল অ্যাপস্টোর আইওএসে আলাপ অ্যাপ ডাউনলোড করা যাবে।

 

অ্যাপটি ব্যবহার করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র ও ছবি দিতে হবে অ্যাপে। অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মোস্তাফা জব্বার বলেছেন, তরুণ জনগোষ্ঠীর মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এরই মধ্যে বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রপ্তানি করেছে বাংলাদেশ। আইওটিসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস রপ্তানি হয়েছে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন জানান, অ্যাপে পাঁচজন কনফারেন্স করতে পারবেন, এক সেকেন্ডের পালস থাকছে, আন্তর্জাতিক মানের ইমোজি গ্রাফিক কনটেন্টসহ মেসেজিং সুবিধা, এইচডি ক্রিস্টাল ক্লিয়ার মানের কল সুবিধাও থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *