কুষ্টিয়ায় নতুন করে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১৭ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,২৪৪ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে  ০৭এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৪৯টি, চুয়াডাঙ্গা জেলার ১৫টি, ঝিনাইদহ জেলার ৩৫টি, মেহরপুর জেলার ১৫টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬৮টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১৭টি, চুয়াডাঙ্গা জেলার ০৪টি, ঝিনাইদহ জেলার ১০টি, মেহেরপুর জেলার ০৩টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০২টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ১৭ জন ব্যক্তির মধ্যে ১২জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৩ জন কুমারখালী উপজেলার এবং ০২ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলার কোভিড ১৯ আক্রান্ত ১২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
২) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) মোল্লাতেঘোরিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ০৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
৫) বাড়াদি কানাবিল মোড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) সাদ্দাম বাজার গলি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) বাংলাদেশ কৃষিব্যাংক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) এম এম হোসাইন রোড, কোর্টপাড়া , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯)এম এম হোসাইন রোড, কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) এলঙ্গি, কুমারখালী, কুষ্টিয়া।
২) দুর্গাপুর, কুমারখালী, কুষ্টিয়া।
৩)শেরকান্দি, কুমারখালী, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় কোভিড-১৯ এ আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) চাঁদগ্রাম, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) ভেড়ামার, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,২৪৪ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৯১৮জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *