সিরাজগঞ্জে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

সিরাজগঞ্জ জেলার তাড়াশে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মুল্যের সাড়ে ৩৩ কেজি ওজনের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ (কষ্টিপাথরসদৃশ) ৩ জনকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৫০), পেঙ্গুয়ারী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন (৪০) ও কুসুমদী গ্রামের শ্রী অন্তিম সরকারের
ছেলে শ্রী রাম সরকার (৩৮)।

 

র‌্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি চৌকষ দল বৈদ্যনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ক্রয়-বিক্রয়ের সময় প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্টিপাথরসদৃশ) কালো রংয়ের সাড়ে ৩৩ কেজি ওজনের বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়।

এ সময় চোরাকারবারী দলের তিন সদস্যকেও আটক করা হয়। গ্রেফতারকৃত অসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *