

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ৬৫ হাজার মানুষ করোনা ভাইরাসের প্রতিরোধকের প্রথম ডোজ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদান। সেই সাথে চলবে নতুন রেজিস্ট্রেশনকারীদের প্রথম ডোজের টিকা প্রদান। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৬৫ হাজার ৫৭ জন। এ পর্যন্ত ৩ হাজার ৯১৮ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন। ৯২ জন মারা গেছেন।
জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসন কাজ করছে। স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের ভ্যাক্সিন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।