কুষ্টিয়ায় নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ১০ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৩০৭ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ১০ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ১৭৩টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৭১টি, ঝিনাইদহ জেলার ২৪টি, মেহরপুর জেলার ০৪টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৭৪টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১০টি, ঝিনাইদহ জেলার ০৬টি, মেহেরপুর জেলার ০৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১ স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ১০ জন ব্যক্তির মধ্যে ০৫ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০১ জন কুমারখালী উপজেলার, ০৩ জন ভেড়ামারা উপজেলার এবং ০১জন খোকসা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ০৫ জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০৫ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
 কুমারখালী উপজেলায় আক্রান্ত ০১জন ব্যক্তির ঠিকানাঃ
১)জোতপাড়া, কুমারখালী, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) নওদাখেমিরদিয়ার, ভেড়ামারা, কুষ্টিয়া।
৩) কাচারিপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
খোকসা উপজেলায় আক্রান্ত ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৩০৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৯৪৭জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *