কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ১১ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৭৯টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১১৭টি, ঝিনাইদহ জেলার ০৯টি, মেহরপুর জেলার ২৬টি, চুয়াডাঙ্গা জেলার ৩৩ টিএবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৪টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩৯টি, চুয়াডাঙ্গা জেলার ০৩ টি, ঝিনাইদহ জেলার ০৩টি, মেহেরপুর জেলার ০৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০৪ স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০৯ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) ০২ জন গোসালা রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) ০৪ জন সদর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ২ জন হাউজিং, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) বড় বাজার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) কমলাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) ৩ জন থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
০৯) মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) আদর্শপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) ০২ জন জুগিয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) সাদ্দাম বাজার গলি, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) ০২ জন আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৪) কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৫) কুষ্টিয়া মেডিকেল কলেজ।
১৬) হাউজিং, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) বামনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
২) বামনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
খোকসা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) মালিগ্রাম, খোকসা, কুষ্টিয়া।
২) থানাপাড়া, খোকসা, কুষ্টিয়া।