Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪১ জনের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি, চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সরকার ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়া জেলা শহর ও উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় ৷ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।

 

১২ এপ্রিল কুষ্টিয়া জেলায় পরিচালিত মোবাইল কোর্টের তথ্যাদি নিম্নরুপঃ অভিযান৭ টি, মামলা৩৬ টি, দন্ডিত ব্যক্তি ৪১ জন, জরিমানাঃ ১২ হাজার টাকা। আইনঃ সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা ও দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা।

এছাড়াও অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর আওতায় একটি মামলায় একজনে ১২শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

Exit mobile version