কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ২৯ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৩৯৬ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ১৩ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১২২টি, ঝিনাইদহ জেলার ৫৭টি, চুয়াডাঙ্গা জেলার ২৪টি, মেহেরপুর জেলার ১৯টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৬০টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২৯টি, ঝিনাইদহ জেলার ১৬টি, চুয়াডাঙ্গা জেলার ০৭টি এবং মেহেরপুর জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ২৯ জন ব্যক্তির মধ্যে ১৫ জন কুষ্টিয়া সদর উপজেলার, ০৬ জন কুমারখালী উপজেলার, ০৩ জন দৌলতপুর উপজেলার, ০৩ জন খোকসা উপজেলার, ০১ জন মিরপুর উপজেলার এবং ০১ জন ভেড়ামারা উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৫ জন ব্যক্তির ঠিকানাঃ
১) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) কুমারগাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) কুমারগাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) মঙ্গলবাড়িয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) কাটাইখানা মোড়, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) মৃতিকাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) আদর্শপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১২) ডা. তোফাজ্জল হেলথ সেন্টার, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৪) নিউ কমলাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৫) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) 410 M.W Power plant, ভেড়ামারা, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ০৬ জন ব্যক্তির ঠিকানাঃ
১) এলঙ্গি, কুমারখালী, কুষ্টিয়া।
২) বাশগ্রাম, কুমারখালী, কুষ্টিয়া।
৩) হাসদিয়া, কুমারখালী, কুষ্টিয়া।
৪) দুর্গাপুর ,কুমারখালী, কুষ্টিয়া।
৫) নাতুড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।
৬) জাহেদপুর, শিলাইদহ, কুমারখালী, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) তারাগুনিয়া, দৌলতপুর, কুষ্টিয়া।
২) পাড়সিটলাই বড়গঙদিয়া, দৌলতপুর, কুষ্টিয়া।
৩)দৌলতপুর, কুষ্টিয়া।
খোকসা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১)ওয়ার্ড-৬, কমলাপুর, খোকসা, কুষ্টিয়া।
২) ওয়ার্ড-৩, রাজনাথপুর, খোকসা, কুষ্টিয়া।
৩) ওয়ার্ড-১, শিমুলিয়া, খোকসা, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় আক্রান্ত ০১জন ব্যক্তির ঠিকানাঃ
১)আজমপুর, মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৩৯৬ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩,৯৮৯ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৬ জন।