Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় নতুন করে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৪১৫ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ১৫ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ৬২টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৩৪টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ২৮ টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ০৬ টি, এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ০১টি ( উল্লেখ্য বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তির বাড়ি পাবনা জেলায়) স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে এ আক্রান্ত ০৬ জন ব্যক্তির মধ্যে ০৩ জন কুষ্টিয়া সদর উপজেলার এবং ০৩ জন ভেড়ামারা উপজেলার।
 কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) পূর্ব মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৩ জন ব্যক্তির ঠিকানাঃ
১) মিরপুর উপজেলা, কুষ্টিয়া। ( উক্ত ব্যক্তি ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোভিড স্যম্পল দিয়েছেন। )
২) গোলাপনগর, ভেড়ামারা, কুষ্টিয়া।
৩) সাতবাড়িয়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
 এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৪১৫ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,০১৮ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৯৭ জন।
Exit mobile version