Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দৌলতপুরের সীমান্তে ভারতীয় মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

 

কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া সীমান্ত থেকে ভারতীয় ২শ বোতল ফেন্সিডিলসহ বিজিবি একজনকে আটক করেছে।

 

১৫ এপ্রিল দুপুর সাড়ে ১২ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার-১৫০/৪-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিলগাথুয়া (জিআর ৭১৬৫৪৮ এমএস ৭৮ডি/১২, ১৬) নামক স্থানে টহল কমান্ডার নায়েব সবেদার মোঃ আবু হানিফ এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় ফেন্সিডিলসহ মোঃ টিপু মালিথা(৬০) কে আটক করে। সে চরপ্রাগপুর গ্রামের মৃত নওয়ার আলীর ছেলে। ওই সময় মোঃ হেলাল মালিথা(৪৮), ঝান্টু মিয়া(৩৮), মোঃ সান্টু মিয়া(৩৬) ও মোঃ ছোটন মিয়া(৩৭) মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা। আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে দৌলতপুর থানায় হস্তান্তর করতঃ ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষ থেকে ইমেইলে এই তথ্য জানানো হয়েছে।

Exit mobile version