অনলাইন ডেস্ক :
করোনা সংক্রমণের কথা মাথায় রেখে কড়া পদক্ষেপ গ্রহণ করলো ভারতের উত্তর প্রদেশের যোগী সরকার। আগামী রবিবার উত্তরপ্রদেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মাস্ক ব্যবহার না করলে ১০ হাজার রুপি পর্যন্ত জরিমানা করার নির্দেশ দিল যোগী সরকার।
ভারতে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। উত্তরপ্রদেশের পরিস্থিতি একই রকম। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা।
আগামী রবিবার জরুরি পরিষেবা ছাড়া সমস্ত অফিস, দোকানপাট বন্ধ রাখা হবে। রাজ্যজুড়ে সমস্ত সরকারি, বেসরকারি অফিসগুলোকে জীবাণুমুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া সংক্রমণ রোধের মাস্ক ছাড়া বাইরে বার হলেই ১০ হাজার রুপি পর্যন্ত জরিমানা করার নির্দেশও রয়েছে।
তবে প্রথম বার যারা মাস্ক ছাড়া বাইরে বার হবেন তাদের দিতে হবে এক হাজার রুপি এবং দ্বিতীয় বারের জন্য নিয়ম ভাঙলে গুণতে হবে ১০ হাজার রুপি। এছাড়া বেশি সংক্রমিত জেলাগুলি যেমন লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর, গাজিয়াবাদ, মারাঠে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউও জারি করেছেন যোগী আদিত্যনাথ।
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় সাড়ে ২২ হাজার নতুন সংক্রমণের মৃত্যু হয়েছে ১০৪ জনের।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.