নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় কঠোর লকডাউনের ৩য় দিনে সকাল থেকে রাত পর্যন্ত কুষ্টিয়ার সড়ক ও শহর অনেকটাই ফাঁকা ছিল। শহরের রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী ও জরুরি পরিসেবার যান ছাড়া অন্য কোন বাহন চলেনি।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাঁশ দিয়ে সড়ক আটকে রেখে পুলিশ কঠোর পাহারা বসিয়েছে। শহর এবং মহাসড়কে ব্যাপক শোডাউন দিচ্ছে পুলিশ। পথচারী এবং যানবাহনগুলোকে কি কারনে বের হয়েছে নিশ্চিত হয়েই ছাড়া হচ্ছে।ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনি বিতানগুলো বন্ধ রয়েছে।
এদিকে, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরের ১৩ জন। মৃত্যু ২ জন
(ভিডিও) : কুষ্টিয়া শহরের কঠোর লকডাউনের রাতের পরিস্থিতি