
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। শনিবার সকালে উপজেলার চর দুলগাগড়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তারা হলেন- বেলকুচি উপজেলার নুহু সরদার, একই উপজেলার শহিদুল ইসলাম, আলোয়ার হোসেন শান্ত আলী সেখ, আরিফুল ইসলাম ও শ্রী পরিক্ষীত কুমার বিশ্বাস।
র্যাব-১২ মিডিয়া অফিসার মুহাম্মদ মুহিউদ্দিন মিরাজ জানান, র্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে চর দুলগাগড়াখালী চৌচালা টিনের ঘরের মধ্যে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় গাঁজা-সেবন ও বিক্রির সময় ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ ব্যক্তিকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়েরের পর বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।