রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী জেলা শহরের ভাজনচালা এলাকায় মোটরসাইকেল চাপায় সাব্বির খান (১১) নামে এক মাদরাসার ছাত্র নিহত হয়েছে। সাব্বির রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামের মাহাবুব খানের ছেলে।
জেলা শহরের বিনোদপুর নতুনপাড়ার জয়নদ্দিন হায়েজিয়া মাদরাসার সুপার হাফেজ মাওলানা জহিরুল ইসলাম জানান, তার মাদরাসায় ১১ পাড়া কোরআন মুখস্ত করেছে সাব্বির। শুক্রবার রাত ৮টার দিকে বাড়িতে কথা বলার জন্য সাব্বির মাদরাসা থেকে বের হয়। রাজবাড়ী বাজারের ভাজনচালা বাঁশ হাটা এলাকার একটি মোবাইলের দোকানে যাবার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা ওই সময়ই তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসাধিন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
শনিবার বিকালে নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেলটি আটক করেছে।