Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার, মৃত্যু ১,৩৩৮

অনলাইন ডেস্ক :

 

ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পর গত কয়েক দিন ধরেই রেকর্ড সংক্রমণ হচ্ছে। গত বৃহস্পতিবার সে দেশে প্রথমবারের মতো দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। এর পরদিনই সেই রকের্ড ভেঙে গেছে।

 

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে ১৬ এপ্রিল ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৯৪৩ জন এবং মারা গেছে ১৩৩৮ জন।

 

এর আগের দিন ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল দুই লাখ ১৭ হাজার ৩৫৩ জন এবং মারা গেছে ১১৮৫ জন। সেই হিসেবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই বেড়ে গেছে।

 

ভারতে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।

 

সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৮৮৯ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৬ লাখ ৭৯ হাজার ১২১ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার

Exit mobile version