Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় করোনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০ জনের জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় কোভিড-১৯ বিস্তাররোধে ভ্রাম্যমান আদালত করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ বিস্তার রোধকল্পে গতকাল ১৭ এপ্রিল শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সরকার ঘোষিত কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে কুষ্টিয়া জেলা শহর ও উপজেলাসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়৷ উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন রকম সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়।

 

গতকাল ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলায় পরিচালিত মোবাইল কোর্টের মোট অভিযান ৭ টি, মামলার সংখ্যা ৩০ টি,
অর্থদন্ডে দন্ডিত ব্যক্তির সংখ্যাঃ ৩০ জন, আদায়কৃত জরিমানার পরিমান ৪৬ হাজার ৯শত টাকা।

 

*আইন ও ধারাঃ সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা / দন্ডবিধি,১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারা। জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সিরাজুল ইসলাম জানান।

Exit mobile version