কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় নতুন করে ৩১ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৪৬৭ দাঁড়ালো ।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে ১৮ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৬৫টি (এর মধ্যে ২৯টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ৩৪ টি, মেহেরপুর জেলার ১৯টি, চুয়াডাঙ্গা জেলার ৩১টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৩৩টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ৩১টি, মেহেরপুর জেলার ০৪ টি, চুয়াডাঙ্গা জেলার ০৩টি এবং ঝিনাইদহ জেলার ০৯ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে মোট ৩১জন ব্যক্তির মধ্যে ২০ জন সদর উপজেলার, ০২ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার, ০৬ জন ভেড়ামারা উপজেলার এবং ০১ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২০ জন ব্যাক্তির ঠিকানাঃ
১) ০৪ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) মজমপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) ০৩ জন পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) ২ জন কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) ৫ জন চৌড়হাস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬) কুতুবউদ্দিন লেন, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) কালিশংকরপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) উপমা ডায়াগনস্টিক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯)আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) হাউজিং বি ব্লক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) ০২ জন শেরকান্দি, কুমারখালী, কুষ্টিয়া।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ০২ জনের ঠিকানাঃ
১) দৌলতপুর, কুষ্টিয়া।
২) আল্লারদরগাহ, দৌলতপুর, কুষ্টিয়া।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ০৬ জনের ঠিকানাঃ
১) ভেড়ামারা, কুষ্টিয়া।
২) 410 MW Power Plant, ভেড়ামারা, কুষ্টিয়া।
৩) বাহিরচরা, ভেড়ামারা, কুষ্টিয়া।
৪) ২ জন বামনপাড়া, ভেড়ামারা, কুষ্টিয়া।
৫) ভেড়ামারা, কুষ্টিয়া।
মিরপুর উপজেলায় আক্রান্ত ০১ জনের ঠিকানাঃ
১) মিরপুর, কুষ্টিয়া।
আজ কুষ্টিয়া জেলায় মৃত্যুবরণকারী ০১ জন ব্যক্তির ঠিকানাঃ
১) হরিপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৪৬৭ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,০৮৫ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০০ জন।