Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ছয়দিনের লকডাউন

অনলাইন ডেস্ক :

 

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতে আরও আগ্রাসী হয়ে উঠেছে। বড় ধরনের সঙ্কট মোকাবেলায় ও সংক্রমণ প্রতিরোধে সোমবার রাত থেকে ছয় দিনের জন্য দিল্লিতে লকডাউন ঘোষণা হয়েছে। স্থানীয় সময় রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত থাকবে এ লকডাউন।

 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রবিবারই দিল্লিতে এখন পর্যন্ত সর্বাধিক দৈনিক সংক্রমণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০০টি নমুনার মধ্যে ৩০টি রিপোর্ট পজেটিভ আসছে।

প্রথমে সাত দিনের কারফিউ জারির ঘোষণা করা হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে লকডাউনের কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, স্বাস্থ্যখাত যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য এর প্রয়োজন ছিল। দিল্লিতে হাসপাতালে ১০০টিরও কম আইসিইউ বেড খালি আছে।

Exit mobile version