Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চলমান লকডাউনেও চালু থাকবে ব্যাংক ও বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক :

 

করোনা সংক্রমণরোধে চলমান লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এ সময় চালু থাকবে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট ও ব্যাংকিং কার্যক্রম।

 

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

 

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন শুরু হয়, যে বিধি-নিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারা দেশে ‘কঠোর লকডাউন’ শুরু হয়।

 

এটি শেষ হওয়ার কথা ২১ এপ্রিল। তার আগেই গত রবিবার (১৮ এপ্রিল) রাতে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়।

 

লকডাউনের বর্ধিত মেয়াদেও গত ১২ এপ্রিল সরকারের দেওয়া প্রজ্ঞাপনে উল্লেখিত ১৩ নির্দেশনা বলবৎ থাকবে। তবে বাইরে থাকবে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট ও ব্যাংকিং কার্যক্রম।

Exit mobile version