
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা মহিলা কলেজপাড়া এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে আপত্তিকর ছবি তুলে ব্লাকমেইল করার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিভিন্ন সময়ে শহরের কেদারগঞ্জ এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ ব্যাপারে সোমবার রাতে ধর্ষিতার পিতা সদর থানায় মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলো জুবাইর হোসেন জিম, আপন হোসেন, রায়হান উদ্দিন, শিমরান ইসলাম, রাকিব হোসেন ও ইমরান হোসেন। সকলের বাড়ি শহরের কেদারগঞ্জ এলাকায়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, আট মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়ার এক স্কুলছাত্রীর সাথে শহরের কেদারগঞ্জ পাড়ার গোলাম হোসেনের ছেলে জুবাইর হোসেন জিম (১৮) এর পরিচয় হয়।
পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। গত ২৫ মার্চ জিম ফুসলিয়ে ওই স্কুলছাত্রীকে মহিলা কলেজপাড়ার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে জিমসহ তার কয়েকজন বন্ধু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং স্কুলছাত্রীর আপত্তিকর ছবি তুলে রাখে।
ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জিম ও তার বন্ধুরা ইতিপূর্বে নগদ ১৬ হাজার টাকা ও কিছু সোনার গহনা হাতিয়ে নিয়েছে। এরপর তারা আরো অর্থ দাবি করে আসছিল। কোনো উপায় না দেখে স্কুলছাত্রীর পিতা এ ব্যাপারে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে।
স্কুলছাত্রীর পিতা আটক ছয়জনসহ ১২ জনের নাম উল্লেখ করে ধর্ষণ, পর্ণোগ্রাফি ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটক ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.