লালনশিল্পী ফরিদা পারভীন চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন

অনলাইন ডেস্ক :

 

হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ মঙ্গলবার সকালে বাসায় ফিরেছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। করোনা পজিটিভ হওয়ার পর যেসব জটিলতা ছিল, আপাতত তা নেই। কিডনির সমস্যাও এখন অনেকটাই নিয়ন্ত্রণে।

 

করোনা পজিটিভ হওয়ার পর থেকেই চিকিৎসকের পরামর্শে শুরুতে বাসায়ই চিকিৎসাসেবা নিয়েছিলেন ফরিদা পারভীন। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ বাসায় ফেরার অনুমতি পান ফরিদা পারভীন।

ফরিদা পারভীনের জামাতা সাজ্জাদুর রহমান জানান, ‘এখন তিনি ভালোই আছেন। খাওয়া-দাওয়া স্বাভাবিক। করোনার কোনো ধরনের উপসর্গ নেই। তবে এখনো করোনা ফলাফল নেগেটিভ কি না, তা জানা যায়নি। আমরা টেস্টও করাইনি। ওষুধপত্র দিয়েছেন। সপ্তাহখানেক পর ফলোআপের জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে।’

 

৭ এপ্রিল পরীক্ষায় ফরিদা পারভীনের করোনা পজিটিভ ধরা পড়ে এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *