কুষ্টিয়ায় দুর্র্নীতি দমন কমিশন দুদক’র কমিশনার এএফএম. আমিনুল ইসলাম বলেছেন, দুদকের বিস্তৃত কর্মক্ষেত্রে সকল ধরনের দুর্নীতি রুখতে সংশ্লিষ্ট বিষয় ভিত্তিক এক্সপার্ট নিয়োগ দেয়া হবে। ইতোমধ্যে দুদক বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। দুদক এখন নিজেরাই মামলা ফাইলসহ চার্যশীট দেয়া হচ্ছে। নিজস্ব গোয়েন্দা বাহিনী নিয়োগ দেয়া হয়েছে, জেলখানা নির্মান করা হয়েছে, নিজস্ব এনফোর্সমেন্ট টিম আছে, তাদের নিরলস কাজের মধ্যদিয়ে ভবিষ্যতে আগামী কয়েক বছরের মধ্যে দূর্নীতি থাকবে না বলে মনে করি। দুদক নিজস্ব একটা গবেষনা সেল গঠন করেছেন। দুদকে সকল বিষয়ে দক্ষ এক্সপার্টের অভাব আছে, এক্সপেরিয়েন্স অফিসারের অভাব আছে, সীমাবদ্ধতার কারণে দেশের সব জায়গায় এখনও অফিস খুলতে পারেনি। কারণ দুদকে কাজের যে ধরণ সেখানে হঠাৎ করে কাউকে নিয়োগ দিয়েই কাজ করানো সম্ভব নয়। সেকারণে নিয়োগ দেয়ার সাথে সাথে তাদের ট্রেনিং করিয়ে পোষ্টিং দেয়ার মাধ্যমে কাজ এগিয়ে যাচ্ছে। এভাবে আগামীতে এক্সপার্টদের নিয়োগ দেয়ার মধ্যদিয়ে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে। কুষ্টিয়াতে দুদক এতোদিন অন্যের ভাড়া বাসায় কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখিন হতো। এখন থেকে দুদকের নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মকর্তরা স্বাচ্ছন্দে নতুন উদ্যেমে কাজ করবেন বলে দুদক কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।
বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া চৌড়হাস এলাকায় নির্মান শেষে বর্ণাঢ্য আয়োজনে নতুন ভবন উদ্বোধনকালে তিনি সাংবাদকিদের এসব কথা বলেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ দুদকের উর্দ্ধতন কর্মকর্তা ও টাস্কফোর্স টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দুদক ভবনের সামনে একটি নিম গাছ রোপন করেন কমিশনার। পরে মিরপুর উপজেলায় আলোচসভায় যোগ দেন।