কুষ্টিয়ায় নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়ায় নতুন করে ২০ করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪,৫০৩ দাঁড়ালো ।

 

কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে, পিসিআর ল্যাবে আজ ২০ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখ মোট ২৭০ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ১৫১টি (এর মধ্যে ৪৪টি এন্টিজেন টেস্ট করা হয়েছে), ঝিনাইদহ জেলার ৬৫টি, মেহেরপুর জেলার ২১টি, চুয়াডাঙ্গা জেলার ২৮টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৪৯টি) স্যাম্পলের টেষ্ট করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার ২০ টি, মেহেরপুর জেলার ০২ টি, চুয়াডাঙ্গা জেলার ০৫টি এবং ঝিনাইদহ জেলার ০৯ টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ ভাইরাসে মোট ২০ জন ব্যক্তির মধ্যে ১৪ জন সদর উপজেলার, ০২ জন কুমারখালী উপজেলার, ০২ জন দৌলতপুর উপজেলার এবং ০২ জন মিরপুর উপজেলার।
কুষ্টিয়া সদর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত ১৪ জন ব্যাক্তিদের ঠিকানাঃ
১) ০২ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৩) আড়ুয়াপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৪) পিয়ারাতলা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৫) মিলপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৬)চৌড়হাস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৭) গোসালা , কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৮) হাউজিং এ ব্লক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
৯) হাউজিং এ ব্লক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১০) কোর্টপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১১) সদর, কুষ্টিয়া।
১২)থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
১৩) থানাপাড়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া
কুমারখালী উপজেলায় আক্রান্ত ০২ জন ব্যক্তির ঠিকানাঃ
১) এলঙ্গি, নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া।
২) এলঙ্গি, কুমারখালী পৌরসভা, কুমারখালী।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ০২ জনের ঠিকানাঃ
১) আল্লারদরগাহ, দৌলতপুর, কুষ্টিয়া।
২)ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়া।
 মিরপুর উপজেলায় আক্রান্ত ০২ জনের ঠিকানাঃ
১) আজমপুর, মিরপুর, কুষ্টিয়া।
২) মিরপুর, কুষ্টিয়া।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৪,৫০৩জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৪,১৪৬জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১০২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *