মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে হেরোইন ডেলিভারি

মাস্ক ও স্যানিটাইজার সরবরাহের জন্য ‘মুভমেন্ট পাস’ নিয়ে হেরোইন পরিবহনের অভিযোগে মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-২ এর একটি টিম মোহাম্মদপুর থানার টাউনহল মার্কেটের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।

 

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-২ থেকে এ তথ্য জানানো হয়। জানা গেছে, এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেফতার হওয়া ব্যক্তির তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব-২ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কিছু সদস্য মাদকের একটি বড় চালান নিয়ে সীমান্ত এলাকা থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের উদ্দেশে আসছে। চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব এবং গতিবিধি অনুসরণ করতে থাকে। এর জের ধরেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *